নয়পাল (পাল সম্রাট)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
মুদ্রণযোগ্য সংস্করণটি আর সমর্থিত নয় এবং এতে রেন্ডারিং ত্রুটি থাকতে পারে। দয়া করে আপনার ব্রাউজারের বুকমার্কগুলি হালনাগাদ করুন এবং এর পরিবর্তে দয়া করে ব্রাউজারের মুদ্রণ করার ফাংশনটি ব্যবহার করুন।
নয়পাল
পাল সম্রাট
রাজত্ব১০৩৮–১০৫৫
পূর্বসূরিপ্রথম মহীপাল
উত্তরসূরিতৃতীয় বিগ্রহপাল
বংশধরতৃতীয় বিগ্রহপাল
রাজবংশপাল
পিতাপ্রথম মহীপাল

রাজা নয়পাল (রাজত্বকাল: ১০৩৮–১০৫৫ খ্রিষ্টাব্দ) ছিলেন পাল রাজবংশের দ্বাদশ রাজা। তিনি ছিলেন পাল রাজবংশের হারানো গৌরব ও প্রতিপত্তি পুনরুদ্ধারকারী খ্যাতিমান প্রথম মহিপালের পুত্র এবং পিতার মৃত্যুর পর তিনি পিতার স্থলাভিষিক্ত হন। তিনি প্রায় ১৭ বছর রাজত্ব করেন। রাজা তৃতীয় বিগ্রহপাল ছিলেন তার পুত্র এবং উত্তরসূরি।[] তার শাসন ছিল প্রধানত ভারতীয় উপমহাদেশের বাংলা এবং বিহার অঞ্চলে।[তথ্যসূত্র প্রয়োজন] দীর্ঘ লড়াইয়ের পরে কালাচুরির রাজা লক্ষ্মীকর্ণকে পরাজিত করেছিলেন মহীপালের প্রথম পুত্র ন্যায়পাল যা তার শিলালিপিতে বর্ণিত হয়েছে।[] তিব্বতীয় তথ্যসূত্রের মতে, পরে এই দুই রাজা বৌদ্ধ পণ্ডিত অতীশ দীপঙ্করের মধ্যস্থতায় একটি শান্তিচুক্তি স্বাক্ষর করেছিলেন।[]

তথ্যসূত্র

  1. চৌধুরী, আবদুল মমিন। "পাল বংশ"bn.banglapedia.orgবাংলাদেশ এশিয়াটিক সোসাইটি (বাংলাপিডিয়া)। সংগ্রহের তারিখ ২০২০-০৭-২২ 
  2. Susan L. Huntington ১৯৮৪, পৃ. ৭৫।
পূর্বসূরী
প্রথম মহীপাল
পাল সম্রাট
১০৩৮–১০৫৫ খ্রিষ্টাব্দ
উত্তরসূরী
তৃতীয় বিগ্রহপাল